আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২৩ , ৩:৪৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিয়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলা রায়েদ ইউনিয়নের হাইলজোর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. রাসেল (১৯) ও একই গ্রামের মের মো. হোসেন মিয়ার ছেলে মো. শাকিল (১৮)। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার হাইলজোড় গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কাপাসিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। পথে মিয়ারবাজার এলাকায় পথের সাথী পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে। অপর মোটরসাইকেল আরোহী শাকিলকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা নেওয়ার পথে রাত আটটার দিকে মারা যান। কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।