আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড বাস ছিঁটকে গিরিখাদে, নিহত ৩০

বাস ছিঁটকে গিরিখাদে, নিহত ৩০


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৯:১৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


india1কাগজ অনলাইন ডেস্ক: ভারতের মেঘালয় রাজ্যে গিরিখাদে বাস পড়ে নিহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

মঙ্গলবার মেঘালয়ের ইস্ট কাশি হিলস শহরের সোনাপুরে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিঁটকে গিরিখাতে পড়ে যায়। বুধবার পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় ৩০ নিহত ও নয়জন আহত হয়েছে। দুর্ঘটনা ঘটে মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

মেঘালয় পুলিশের মহা পরিচালক রাজিব মেহতা জানিয়েছেন, বাসটি শিলচর থেকে আসামের গোয়াহাটি আসছিল। এ সময় এটি একটি গিরিখাদে পড়ে যায়।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১১ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের মৃতদেহ উদ্ধারে চেষ্টা করছে বিএসএফ ও স্থানীয় লোকজন। উদ্ধারকৃত আহতদের শিলংয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।