বিএনপির পদযাত্রা : গতকালও তীব্র যানজট, ভোগান্তি চরমে
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৯, ২০২৩ , ৫:১৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
সানি আজাদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির আয়োজিত পদযাত্রাকে কেন্দ্র করে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। সকাল ৯টায় রাজধানীর আব্দুল্লাহপুর থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। এর ফলে সকাল ১০টা থেকে ঢাকার প্রবেশমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সরেজমিনে দেখা যায়, উত্তরার উত্তরখান, দক্ষিণখান ও তুরাগসহ বিভিন্ন এলাকা থেকে সকাল ৯টা থেকে বিএনপি নেতাকর্মীরা নানা স্লোগান নিয়ে আসতে শুরু করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে বিমানবন্দর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। সাধারণ যাত্রীরা জানান, সকালে বিএনপির পদযাত্রা শুরুর আগে থেকেই দলের নেতাকর্মীরা মহাসড়কের পাশে এসে অবস্থান নেয়। এ সময় আব্দুল্লাহপুর থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়। বাসচালকরা জানান, দুপুর ১২টা থেকেই আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত যানজটের কারণে একই স্থানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন তারা। জানতে চাইলে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় কর্তব্যরত পুলিশ পরিদর্শক কাজী মিজান জানান, গতকাল দুপুর ১২টা থেকে মহাসড়ক দিয়ে বিএনপির পদযাত্রার কারণে যানজট তৈরি হয়। এদিকে বিএনপির পদযাত্রাকে ঘিরে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আব্দুল্লাহপুরসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন কার হয়। উল্লেখ্য, আব্দুল্লাহপুরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে খিলক্ষেতের দিকে যায় বিএনপির পদযাত্রা। পদযাত্রাটি কুড়িল বিশ্বরোড হয়ে রামপুরা পর্যন্ত যায়।