আজকের দিন তারিখ ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বিএনপির পদযাত্রা : তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী

বিএনপির পদযাত্রা : তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২৩ , ২:৫২ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : রাজধানীতে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে গাবতলী থেকে মিরপুর-১০ নম্বর এবং শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ পর্যন্ত পুরো রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। যানজট ছড়িয়ে পড়ে রাজধানীজুড়ে। সকালে গাবতলী থেকে শুরু হয় দুই দিনব্যাপী বিএনপির পদযাত্রা কর্মসূচি। এতে অফিস-আদালত, স্কুল কলেজগামী ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ দীর্ঘ সময় তীব্র গরমে জ্যামে বসে হাঁসফাস করেছেন। কেউ কেউ আবার অসুস্থও হয়ে পড়েছেন। কথা হয় এমনই একজন যাত্রী আসাদুল হকের সঙ্গে। তিনি ফার্মগেট থেকে অফিসের কাজে মিরপুর-১২ নম্বর যাচ্ছেন। কাজীপাড়ায় এসে তিনি জ্যামে পড়েন। প্রায় ১ ঘণ্টা ধরে গাড়ি এখানে বসে আছে। আসাদুল বলেন, যে গরম ভাই। এরমধ্যে গাড়িতে এক ঘণ্টা ধরে বসে আছি। ঘেমে শরীর ছেড়ে দিছে। খুব অসুস্থ বোধ করছি। নেমে যে হাঁটা দেব, তার শক্তিও নেই। কথা হয় আরেক যাত্রী মাহমুদ সজলের সঙ্গে। তিনি বলেন, কোম্পানির মাল ডেলিভারি দিতে বের হইছিলাম। কিন্তু এমন জ্যামে পড়ছি। দুপুরের মধ্যে মাল ডেলিভারি না দিতে পারলে খুব ঝামেলায় পড়ে যাব। পদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন প্রান্তেই এমন যানজটের খবর পাওয়া গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।