বিএনপি-জামায়াতের নেতৃত্বেই নাশকতা: চিফ হুইপ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২৪ , ২:২২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন বলেছেন, সবার দৃষ্টি ছিল ছাত্র আন্দোলনের দিকে। কিন্তু একদল ষড়যন্ত্রকারী সুযোগ বুঝে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে। মূলত জামায়াত-বিএনপি এই নাশকতার নেতৃত্ব দিয়েছে। তিনি বলেন, মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য নাশকতাকারীরা দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। প্রভাবশালী নেতা ও প্রভাবশালী এলাকা ছক করে তা বাস্তবায়নের চেষ্টা চালিয়েছে দুস্কৃতিকারীরা। এই দুস্কৃতিকারীদের বিশেষ ট্রাইব্যুনাল করে জরুরিভিত্তিতে এর বিচার করতে হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের ষড়যন্ত্র করতে আর কেউ সাহস না পায়। সোমবার (২৯ জুলাই) সকালে মাদারীপুরে মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম, তেলের পাম্প, পুলিশ ফাঁড়ি, বাসে অগ্নি সংযোগ ও বিভিন্ন সরকারি-বেসরকারি ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সংসদ নেতা বলেন, ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি বিএনপি-জামায়াতের নেই। স্বাধীনতার পরে বঙ্গবন্ধুকে নির্বাচনের মাধ্যমে পরাজিত করার শক্তি কারোরই ছিল না। এজন্য বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেশ কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে পরাজিত করার শক্তি না থাকায় দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের এই পথ বেছে নেয় বিএনপি-জামায়াত। মূলত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার ক্ষোভে সারাদেশে এই আগুন সন্ত্রাস করেছে বিএনপি-জামায়াত।