আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি বিএনপি নেতা সাইফুল্লাহ মিঁয়াজীর মৃত্যু

বিএনপি নেতা সাইফুল্লাহ মিঁয়াজীর মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২০ , ৮:৫৯ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক :  বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইফুল্লাহ মিঁয়াজী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। বুধবার দুপর ২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৮১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দিদার জানান, মরহুমের মৃতদেহ গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রাজাপাড়ায় নেয়া হবে। আজ বাদ এশা মরহুমের নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।