আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি বিএনপি পরিবারের সদস্য হিসেবেই রাজনীতি থেকে বিদায় নিতে চাই : মেজর হাফিজ

বিএনপি পরিবারের সদস্য হিসেবেই রাজনীতি থেকে বিদায় নিতে চাই : মেজর হাফিজ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২৩ , ৩:৫৬ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : বিএনপি পরিবারের সদস্য হিসেবেই রাজনীতি থেকে বিদায় নিতে চান দলটির ভাইস চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) হাফিজউদ্দীন আহমেদ। তিনি বলেন, বিএনপিতে আছি, বিএনপিতেই থাকব। রাজধানীর বনানীর নিজ বাসায় গতকাল সংবাদ সম্মেলনে বর্ষীয়ান এ নেতা এ কথা বলেন। হাফিজউদ্দীন আহমেদ বীর বিক্রম বলেন, ৮০ আসন দেওয়ার ব্যাপারে ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপির সঙ্গে সরকারের সমঝোতা হয়েছিল বলে শুনেছি। সেই ৮০ আসনের তালিকাতেও আমি ছিলাম না। বিএনপি থেকে নির্বাচিত সাবেক ৬ বারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী হাফিজ বলেন, বিএনপির রাজনীতিতে আমি গুরুত্বহীন ব্যক্তি। তবে আমি কোনো নতুন দল করছি না। এমনকি বিএনপির বাইরে কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমার সম্পর্ক নেই। দলীয় পদপদবী ও অবস্থান নিয়ে অভিমানী হাফিজ বলেন, আমি ২৩ বছর ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আছি। আমার সঙ্গে যারা রাজনীতি করেছেন, তারা এখন আমার চেয়ে ওপরের পদে। বর্তমান বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসেছে বলেও মন্তব্য বর্ষীয়ান এই নেতার। তিনি বলেন, অসুস্থার কারণে রাজনীতি থেকে আমি নিষ্ক্রিয়। রাজনীতিতে আর আগ্রহ নাই, জিয়ার আদর্শ থেকে বিচ্যুতির কারণে বিএনপির বর্তমান এই পরিণতি। গত কয়েক মাস আগে তাকে দল থেকে শোকজ করা হয়েছিল। সেই প্রসঙ্গে তিনি বলেন, ১১টি আজগুবি অভিযোগে বিএনপি তাকে শোকজ করেছিল। ৩১ বছর দলটির রাজনীতি করার পর তার বিরুদ্ধে আজগুবি অভিযোগ আনা হয়েছিল। এই নেতা বলেন, বিএনপিতে খালেদা জিয়ার সামনে সত্য কথা নির্ভয়ে বলার কেউ সাহস পায় না, শুধু সাইফুর রহমান বলতেন। তিনি বলেন, অসুস্থতার কারণে আগামী নির্বাচনে অংশ নেব না। বিএনপির নির্বাচনে যাওয়া উচিত। কেয়ারটেকারে জোর না দিয়ে আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিত। তবে তিনি এও বলেন, বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক দুর্বল। মেজর হাফিজ দল গঠন করছেন এমন আলোচনা রাজনীতিতে আলোচনায় আছে। তবে আজ তিনি নিজেই জানিয়ে দিলেন নতুন দল গঠন করছেন না। এমনকি আগামী নির্বাচনে অংশগ্রহণও করবেন না। বিএনপির এই নেতা প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেছেন আলোচনা করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে। বিএনপিতে সংস্কার আনতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে সিনিয়র এই নেতা বলেন, এভাবে কোনো দল চলে না। বিএনপিতে কমিটি বাণিজ্য, একনায়কতন্ত্র, ত্যাগীদের মূল্যায়ন না করা, পকেট ভারি করা বন্ধ করতে হবে।