আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য বিকালে আসছে চার কোম্পানির ইপিএস ও ডিভিডেন্ড

বিকালে আসছে চার কোম্পানির ইপিএস ও ডিভিডেন্ড


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২১ , ১২:৫৫ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : আজ (৩১ আগস্ট) বিকালে অনুষ্ঠিত হবে ৪ কোম্পানির বোর্ড সভা। কোম্পানিগুলো হলো : প্রাইম ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল এবং ইসলামী ইন্স্যুরেন্স। এর মধ্যে প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা বিকাল সাড়ে ৪টায়, ফনিক্স ফাইন্যান্সের বিকাল ৩টায়, ইউনিয়ন ক্যাপিটালের বিকাল ৪টায় এবং ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকাল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে। এছাড়া, ফনিক্স ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল ও ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভায় সমাপ্ত ৩০ জুন ২০২১ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।