আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিকিনিতে মোহময়ী মীরা

বিকিনিতে মোহময়ী মীরা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২১ , ১:২৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  অনেকদিন বড় পর্দায় নেই শহিদ কাপুরের স্ত্রী মীরা কাপুর। নেই ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর সঙ্গে সম্পর্ক। কিন্তু রূপে-গুণে তিনি মুহূর্তেই যে কোনও নায়িকাকে টক্কর দিতে পারেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পারদ চড়ালেন এই তারকা-পত্নী। ইনস্টাগ্রামে গোয়া ট্রিপের বিকিনি পরা ছবি দিয়ে তাক লাগালেন। দেখা যাচ্ছে পুলের সামনে খয়েরি রঙের টু পিসে খোলা চুলে দাঁড়িয়ে মীরা। শরীর ঢাকা হালকা শ্রাগে। ক্যাপশনে লিখেন, ‘বিকিনি বডি অনেকটা অ্যাভোক্যাডোর মত হয়। সারা জীবন তুমি এমন দেহ পাওয়ার জন্য অপেক্ষা করবে, কিন্তু একদিনেই আবার সেটা নষ্ট হয়ে যেতে পারে।’ এর সঙ্গেই #ড্রিমিং জুড়ে দিয়েছেন মীরা।

ছবি পোস্ট হওয়ার ১ ঘণ্টার মধ্যেই ৮০০০০ হাজারের উপর লাইক পড়েছে এই ছবিতে। এমনকি দেওর ঈশান খট্টরও মুগ্ধ বৌদির এই ‘হটকে’ অবতারে।দিন কয়েক আগেই শহিদের সঙ্গে গোয়ায় ছুটি কাটিয়ে এলেন তিনি। একান্তে সময় কাটানোর মুহূর্তগুলি শহিদ গোপনে রাখলেও, মীরা কিন্তু ‘শো-অফ’ করতে পিছুপা হননি।