আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বিক্ষিপ্ত সহিংসতায় পশ্চিমবঙ্গে চলছে দ্বিতীয় দফার ভোট

বিক্ষিপ্ত সহিংসতায় পশ্চিমবঙ্গে চলছে দ্বিতীয় দফার ভোট


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২১ , ২:১১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  বৃহস্পতিবার সকাল থেকে ভারতের পশ্চিমবঙ্গে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় রাজ্যের চার জেলার ৩০ টি বিধানসভা আসনে চলছে ভোট গ্রহণ। এদিন সকালে ভোট শুরু হতেই বিক্ষিপ্ত সহিংসতার খবর আসতে শুরু করেছে। মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগে রয়েছে। এদিন সকালে ভোট শুরু হতেই সবংয়ে ভোট ঘিরে তৃণমূল এবং বিজেপির সংঘাতের খবর মিলেছে। হলদিয়ার ২০২ নম্বর বুথে সিপিএম কর্মীদের কাছে তৃণমূল নথি কেড়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। কেশপুরে তৃণমূল কর্মী খুনে সাত জনের গ্রেফতারের খবর উঠে আসার পরেও এলাকা জুড়ে রয়েছে চাপা উত্তেজনা। ডেবরা কেন্দ্রে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের অভিযোগ, তার পোলিং এজেন্টকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না।

বাঁকুড়ার ইন্দাসের ১২ নম্বর বুথে সিআরপিএফের জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পোলিং এজেন্টকে মারধোর করার। ময়নার ১২৬ নম্বর বুথে বিজেপি কর্মীদের বিরুদ্ধে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর করার অভিযোগ শোনা যাচ্ছে। তালডাংরায় সিআরপি এফের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অন্যদিকে এবারের ভোটে এপি সেন্টার নন্দীগ্রামেও উত্তেজনা তুঙ্গে। নন্দীগ্রামের কালিচরণপুরে ভোটের আগে রাতভর বোমাবাজির খবর আসে। সেখানে বেশ কিছু এলাকায় গেরুয়া বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে বলে খবর মিলেছে। দক্ষিণ ২৪ পরগণার গোসাবায় তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

বিষ্ণুপুরের বেশ কয়েকটি কেন্দ্র থেকে ভিভিপ্যাট বিভ্রাটের খবর মিলেছে। চন্ডীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সোহমকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ায় উত্তেজনা ছড়িয়েছে বলে জানা গেছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। সকাল ৯ টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ১৫.৭২ শতাংশ। চার জেলার মধ্যে এদিন সকাল ৯ টা পর্যন্ত বাঁকুড়া জেলায় ভোট পড়েছে ১৬,০৯ শতাংশ। পশ্চিম মেদিনীপুর জেলায় ভোট পড়েছে ১৭,২৩ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলায় ভোট পড়েছে ১৬,৯৪ শতাংশ এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার ভোট পড়েছে ৮,৭৫ শতাংশ।