আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বিক্ষোভের জেরে সুদানে ৬ মন্ত্রীর পদত্যাগ

বিক্ষোভের জেরে সুদানে ৬ মন্ত্রীর পদত্যাগ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২০ , ১১:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষিত সংস্কারের দাবিতে হাজার হাজার লোক রাস্তায় প্রতিবাদ বিক্ষোভে নেমে আসার কয়েক দিন পর সুদানের ছয় মন্ত্রী পদত্যাগ করেছেন ও একজনকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদকের অফিসের এক বিবৃতিতে বলা হয়, ‘সরকারে (১৮ সদস্যের) পরিবর্তন আনতে পররাষ্ট্র, অর্থ, এনার্জি, কৃষি, পরিবহন ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছয় মন্ত্রী পদত্যাগ করেছেন।

বরখাস্ত করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকেও।’ তবে কেন বরখাস্ত করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

মন্ত্রী পরিষদের বৈঠকে হামদক সরকারে রদবদলের পরে জনগণকে সন্তুষ্ট করতে সরকারের কার্যক্রম মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

গত ৩০ জুন অর্থনৈতিক সংস্কারের আহ্বান জানিয়ে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী খার্তুম ও অন্যান্য নগরীতে বিক্ষোভ প্রদর্শন করে।