আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিজেপিতে শ্রাবন্তী

বিজেপিতে শ্রাবন্তী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২, ২০২১ , ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তিনি। ভোটের আগে একঝাঁক তারকা বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, পায়েল সরকার, পাপিয়া অধিকারী। এরপর শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও পদ্মশিবিরে সামিল হলেন। শ্রাবন্তী বলেছেন, এটা একেবারেই নতুন একটা যাত্রা। বাংলাকে ‘সোনার বাংলা’ গড়ে তোলাই লক্ষ্য।অভিনেত্রী বলেছেন, বিজেপিতে যোগ দিতে পেরে আপ্লুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুসরণ করি। আমাকে যোগ্য মনে করায় বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ।

শ্রাবন্তী বিজেপিতে যোগ দেয়ায় জল্পনা শুরু হয়েছে যে, তিনি ভোটে দলের প্রার্থী হতে পারেন। এ ব্যাপারে শ্রাবন্তী বলেছেন, এ ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে।রাজ্যের উন্নয়নের স্বার্থেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন, শুধু রাজ্য নয়, দেশের স্বার্থে কাজ করতে চান।ড্বলুজে ম্যারিয়ট হোটেলে বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে শ্রাবন্তী বিজেপিতে যোগ দিলেন। কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, ‘শ্রাবন্তী দলে যোগ দেয়ায় ভালই হবে। শ্রাবন্তী ভোটে দাঁড়াবেন কিনা সেটা পরে ঠিক হবে। দেখতে থাকুন ভবিষ্যতে আরও কী কী হয়।