আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিতর্কের মাঝেই প্রকাশ্যে শাহরুখ-দীপিকার নতুন গান

বিতর্কের মাঝেই প্রকাশ্যে শাহরুখ-দীপিকার নতুন গান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২২, ২০২২ , ৩:৪৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  শাহরুখ-দীপিকার পরবর্তী সিনেমা ‘পাঠান’। সিনেমাটির ‘বেশরম রং’ গানটি মুক্তির পর তৈরি হয়েছে জটিলতা। কারণ এ গানের দৃশ্যে গেরুয়া বা কমলা রঙের মনোকিনিতে দেখা যায় দীপিকাকে। গেরুয়া ও সবুজ রঙের পোশাক পরায় আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এ রাজ্যের বিধানসভার স্পিকারও শাহরুখকে চ্যালেঞ্জ ছুড়েন।

বর্তমানে ভারতের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ‘পাঠান’ সিনেমার বিতর্ক। এ পরিস্থিতিতে বিতর্কের আগুনে ঘি ঢালেন অযোধ্যার জগৎগুরু পরমহংস আচার্য। ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন তিনি। বিতর্কের মাঝে মুক্তি পেলো এ সিনেমার নতুন গান ‘ঝুমে জো পাঠান’। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় মুক্তি পায় গানটি। কুমারের লেখা এ গানে কণ্ঠ দিয়েছেন— অরিজিৎ সিং, সুকৃতি কাক্কার, বিশাল ও শেখর। নতুন এ গানে পূর্বের মতো স্টাইলিস্ট দীপিকা-শাহরুখকে দেখা যায়। পুরো গানের দৃশ্যধারণের কাজ হয়েছে বিদেশে। আগেই ঘোষণা দেওয়ায় এ গানের অপেক্ষায় ছিলেন ভক্তরা। মুক্তির এক ঘণ্টায় গানটির ভিউ দাঁড়িয়েছে ১৪ লাখের বেশি।

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।