আজকের দিন তারিখ ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্যাশন বিন্দু’র ঈদ উৎসব

বিন্দু’র ঈদ উৎসব


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৮:২৯ অপরাহ্ণ | বিভাগ: ফ্যাশন


4অনলাইন ফ্যাশন ডেস্ক: এদেশে সব উৎসবেই পোশাকের প্রাধান্য উল্লেখ্যযোগ্য। আর সেই উৎসব যদি হয় ঈদ-উল ফিতর তাহলে তো কথাই নেই। তাই এই উৎসবকে সামনে রেখে ফ্যাশন হাউস ‌বিন্দু সেজেছে নতুন সাজে।

এবারের ঈদ আয়োজনে বিন্দুর রয়েছে আকর্ষনীয় টি-শার্ট, পলো টি-শার্ট ও শার্ট, পাঞ্জাবী ইত্যাদি। এসব পোশাকের ডিজাইন ও রঙে রয়েছে বৈচিত্র্য ও আধুনিকতার ছাপ। বিশেষ করে তারুণ্যের রুচি, রং, আবহাওয়া অনুযায়ী বিন্দুর নতুন সব পোষাক।

প্রসঙ্গত,  খুচরার পাশাপাশি  পাইকারী  ও বিক্রয় হয় এসব পোশাক।

শোরুম: ৯০, ১২৫, ১২৬ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৭৩৬১৭৩০।
web:www.bindufashionbd.com