বিপাশার সহজ সাজ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২০ , ৩:২৪ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল
সহজাত সৌন্দর্য ফুটিয়ে তোলাই তার স্টাইলের বিশেষত্ব। বলছি বলিউড অভিনেত্রী বিপাশা বসুর কথা। রূপালি পর্দায় খুব বেশি নিয়মিত না হলেও এই অভিনেত্রী সবসময়ই সরব সোশ্যাল মিডিয়াগুলোতে। সম্প্রতি বিপাশার চমৎকার এক গাউন পরা ছবি নিয়ে মেতেছে ফ্যাশনপ্রেমীরা।
প্যাস্টেল গ্রিন গাউনে মাল্টি-রঙা ফুলের কারুকাজ করা গাউনটি পরে এক ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। বরুণ বলের নকশা করা পোশাকটির সঙ্গে বিপাশার স্টাইলিং করে দিয়েছিলেন ঈশা আমিন। কানে ছোট্ট হীরের দুল ও আঙুলে হীরের আংটি- এইটুকু গয়নাতেই ছিমছাম ছিলেন এই বাঙালি সুন্দরী। ।