আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বিবিসি’র প্রতিবেদন : কেউ আমাদের দমাতে পারবে না : জেলেনস্কি

বিবিসি’র প্রতিবেদন : কেউ আমাদের দমাতে পারবে না : জেলেনস্কি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১, ২০২২ , ৬:৫৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ এক সভায় ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশে এখন যা হচ্ছে তা একটি ট্রাজেডি এবং ইউেক্রনিয়ানরা তাদের “দেশ, জীবন এবং মুক্তির” জন্য যুদ্ধ করছে।
“আমাদের কেউ দমাতে পারবে না কারণ আমরা ইউক্রেনিয়ান,” ভিডিও কলে যোগ দিয়ে তার ভাষণে এসব কথা বলেন জেলেনস্কি। তার ভাষণের সময় ইউরোপীয় পার্লামেন্টের কক্ষে এক আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। ইউরোপীয় এমপি এবং কর্মকর্তারা উঠে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে হাততালি দেন। ইউরোপীয় এমপিদের উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, “প্রমাণ করুণ আপনারা অমাদের সাথে রয়েছেন, প্রমাণ করুণ ইউক্রেনকে আপনারা বর্জন করবেন না।“
দুদিন আগে জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান ইউক্রেনকে যেন দ্রুত জোটের সদস্যপদ দেওয়া হয়। এ ব্যাপারে একটি আনুষ্ঠানিক অনুরোধও তিনি করেছেন। সূত্র: বিবিসি