আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩০, ২০২৩ , ৩:৫১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটনা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের পরপর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ৩টি ককটেল বিস্ফোরিত হয়।  বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পাশের একটি বহুতল ভবন থেকে পরপর ৩টি ককটেল ছোড়া হয় কমিশনারের কার্যালয় লক্ষ্য করে। তবে সেখানে গাছ থাকায় গাছে লেগে ককটেলগুলো গাড়ির শেডের ওপর পড়ে। তবে, বিকট শব্দে পুরো এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে গেলে তারা ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে যান।

এ ঘটনার পরপরই কমিশনার কার্যালয়ের নিরাপত্তা জোড়দার করা হয়। বিজিবির ৫ প্লাটুন সদস্য এলাকা পরিদর্শন করে।  উল্লেখ্য, আজ সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা ১২ ঘণ্টার হরতাল চলছে। এর মধ্যেই দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমার কাজ চলছিল। একইসঙ্গে মনোনয়ন দাখিলের শেষ দিনও আজ। দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম জানান, শেষ দিনে এখন পর্যন্ত ৫৩টি মনোনয়ন ফরম জমা পড়েছে।