আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিমোহিত করলেন মাধুরী

বিমোহিত করলেন মাধুরী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৯, ২০২০ , ৫:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত তার অভিনয় ও নৃত্যদক্ষতা দিয়ে অগণিত ভক্তকে উজ্জীবিত করেছেন। গানের প্রতি তার অনুরাগের কথাও সবাই জানেন। এবার সংগীতবিশ্ব তার কণ্ঠের জাদুতে আরেকবার বিমোহিত হলো। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, এর আগে নিজের ছবি ‘দেবদাস’, ‘আজা নাচলে’ ও ‘গুলাব গ্যাং’-এর গানে কণ্ঠ দিয়েছেন এ অভিনেত্রী। তাই অনুরাগীরা তার কণ্ঠের কথা ভালোভাবেই জানেন। তবে মাধুরী এবার যে গান গাইলেন, তা একেবারেই ভিন্ন। গানটিতে তার অসাধারণ গায়কিতে মুগ্ধ শ্রোতারা। অভিনেত্রী, নৃত্যশিল্পী, প্রযোজক হিসেবে নিজের ক্যারিয়ার উজ্জ্বল করেছেন মাধুরী দীক্ষিত। এবার তার মুকুটে নতুন পালক যুক্ত হলো। পেশাদার শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। নতুন এই গানের শিরোনাম ‘ক্যান্ডেল’। গানটি সম্পর্কে মাধুরী দীক্ষিত বলেছেন, তার জীবনযাত্রার কিছু অংশ ধারণ করেছে এ গানটি। যেখানে তার জীবনের বিস্ময়কর মুহূর্ত, সংগ্রাম, উদযাপন আর অন্তঃপুর খোঁজার অনুভব কথা ও সুরে তুলে ধরা হয়েছে। ভালোবাসা ও আশার বাণীই উদ্ভাসিত হয়েছে গানে। মাধুরীর আশা, গানটি তার ভক্তদের অনুপ্রেরণা জোগাবে এবং জীবনে শত বাঁধাবিপত্তি এলেও সাহস না হারানোর প্রেরণা দেবে।