আজকের দিন তারিখ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বিয়ের আসরে কনেসহ ৪ জনকে গুলি করে হত্যা করলেন বর

বিয়ের আসরে কনেসহ ৪ জনকে গুলি করে হত্যা করলেন বর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৭, ২০২৩ , ৫:২৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  থাইল্যান্ডে বিয়ের আসরে গুলি চালিয়ে কনেসহ ৪ জনকে হত্যা করেছেন এক বর। ঘটনার পর ওই বর নিজেও আত্মহত্যা করেছেন। ৪৪ বছর বয়সী ওই বর একজন প্যারা-অ্যাথলেট ও সাবেক সেনা কমকর্তা ছিলেন। আজ সোমবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।   প্রতিবেদনে বলা হয়, গত শনিবার উত্তর-পূর্ব থাইল্যান্ডে চাতুরং সুকসুক নামের ২৯ বছর বয়সী নারীর সঙ্গে বিয়ে হয়েছিল প্যারা-অ্যাথলেট ও সাবেক সেনা কর্মকর্তা ৪৪ বছর বয়সী কাঞ্চনা পাচুনথুয়েকের। এক পর্যায়ে বিয়ের অনুষ্ঠান ছেড়ে চলে যান পাচুনথুয়েক এবং বন্দুক নিয়ে ফিরে আসেন। এরপরই সদ্য বিবাহিত স্ত্রী, শাশুড়ি ও স্ত্রীর বোনকে লক্ষ্য করে গুলি ছোড়েন পাচুনথুয়েক। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

এলোপাথাড়ি গুলিতে দুজন অথিতিও আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজন মারা গেছেন। বিবিসিকে থাই পুলিশ জানিয়েছে, হামলার সময় বর নেশাগ্রস্ত ছিলেন। হামলার প্রকৃত কারণ জানা যায়নি।