বিলম্বে ছাড়ছে ট্রেন, যাত্রীদের ভোগান্তি
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২৪ , ৫:৪৭ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ১৭ জুন। এ উপলক্ষে এরই মধ্যে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের পথে ছুটছে মানুষ। তবে যারা ট্রেনে যাচ্ছেন প্রথম দিনেই তাদের যাত্রা বিলম্বে শুরু হয়েছে। কারণ কমলাপুর রেলস্টেশন থেকে সব কয়টি ট্রেন ছেড়েছে বিলম্বে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে গরমে বেশি সমস্যায় পড়েছেন নারী ও শিশুরা। বেলা ১১টা ৪৫ মিনিটে কমলাপুর স্টেশনে দেখা যায়, জামালপুর এক্সপ্রেস সকাল ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ১ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছে। সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস বেলা ১১টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি স্টেশনেই পৌঁছায়নি। তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস বেলা সাড়ে ১১টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও পৌঁছায়নি প্লাটফর্মে। এছাড়া সকাল থেকে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাওয়া ১৫টি ট্রেনের সবকটি বিলম্বে ছেড়েছে। সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলে সেটি ছেড়েছে সাড়ে ৮টায়। এটিই সবচেয়ে বিলম্বে ছেড়েছে। জীবন আহমেদ নামের এক যাত্রী বলেন, পরিবারসহ জামালপুর যাবো। সকাল ১০টার ট্রেন প্রায় দুই ঘণ্টা হয়ে গেলো এখনো আসেনি। গরমে বাচ্চাদের নিয়ে কষ্টে আছি। সোনালী আক্তার নামের আরেক যাত্রী বলেন, প্রায় এক ঘণ্টা বসে আছি। এখনো প্লাটফর্মে ট্রেন আসে নাই। কি হচ্ছে বুঝতেছি না। এমন দেরি করলে ভোগান্তির শেষ নেই। কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ঈদ উপলক্ষে ট্রেনে বাড়তি কোচ যুক্ত হচ্ছে। এজন্য কিছুটা বিলম্বে ছাড়ছে ট্রেন। আশা করছি সব ঠিক হয়ে যাবে। এদিকে, ঈদুল আজহা উপলক্ষে গতকাল থেকে ১০ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলা শুরু হয়েছে। ঘরমুখো মানুষের যাত্রার সুবিধার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে। কর্মপরিকল্পনায় বলা হয়, ঈদুল আজহায় চাঁদপুর ঈদ স্পেশাল (১, ২, ৩ ও ৪) চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (৫ ও ৬) ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা; ময়মনসিংহ ঈদ স্পেশাল (৭ ও ৮) চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম; কক্সবাজার ঈদ স্পেশাল (৮ ও ৯) চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ১২ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরে ৭ দিন চলাচল করবে। এ ছাড়া পার্বতীপুর ঈদ স্পেশাল (১৫ ও ১৬) জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে আগামী ১৩-১৫ জুন (৩ দিন) ও ঈদের পরে ২১-২৩ জুন (৩ দিন) চলাচল করবে। অন্যদিকে শোলাকিয়া ঈদ স্পেশাল (১১ ও ১২) ভৈরব বাজার-কিশোরগঞ্জ-ভৈরব বাজার; শোলাকিয়া ঈদ স্পেশাল (১৩ ও ১৪) ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ; গোর-এ-শহীদ ঈদ স্পেশাল (১৭ ও ১৮) পার্বতীপুর-দিনাজপুর-পার্বতীপুর; গোর-এ-শহীদ ঈদ স্পেশাল (১৯ ও ২০) ঠাকুরগাঁও-দিনাজপুর-ঠাকুরগাঁও রুটে শুধু ঈদের দিন চলাচল করবে।