আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিল গেটসকে বিয়ের প্রস্তাব, বিতর্কে কুয়েতের গায়িকা

বিল গেটসকে বিয়ের প্রস্তাব, বিতর্কে কুয়েতের গায়িকা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৯, ২০২১ , ৪:১৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : মার্কিন ধনকুবের বিল গেটসকে বিয়ের প্রস্তাব দিয়ে বিতর্ক উসকে দিয়েছেন উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশ কুয়েতের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী শামস। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে গত রোববার প্রকাশিত এক খবরে বলা হয়, এক টুইটে শামস মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতার ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি (বিল গেটস) ডিজিটাল যুগের ‘নক্ষত্র’। বিল গেটস সম্পর্কে টুইটারে কুয়েতের গায়িকা শামস বলেন, ‘লোকটি দেখতে স্মার্ট। বর্তমান ডিজিটাল যুগের নক্ষত্র তিনি। ভবিষ্যতে কি ঘটবে, সে বিষয়ে আমি তার দূরদৃষ্টিতা ও জ্ঞানকে পছন্দ করি।’

এর পরই তিনি টুইটে লিখেন, ‘আমি তাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছি। আপনি কি মনে করেন, তিনি এ প্রস্তাব মেনে নেবেন?’ তবে কুয়েতের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, তার টুইটটিকে ‘ভুল ব্যাখা’ দেয়া হয়েছে বলে দাবি করেছেন গায়িকা শামস। তিনি বলছেন, এ প্রস্তাবের বিষয়ে তিনি ‘সিরিয়াস’ নন। শামস এ টুইটটিকে একটি ‘শ্লেষ’ বলে বর্ণনা করেছেন।

সম্প্রতি বিল গেটস এক সাক্ষাৎকারে বিভিন্ন দেশের সরকারকে ভবিষ্যতের মহামারি মোকাবেলা করার জন্য গবেষণা ও উন্নয়নে শত শত কোটি ডলার বিনিয়েগের আহ্বান জানান। এর পরই বিতর্কীত এ টুইট করেন শামস।