আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বিশিষ্ট সংবাদ পাঠিকা শামীমা নাসরিন আর নেই

বিশিষ্ট সংবাদ পাঠিকা শামীমা নাসরিন আর নেই


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৯, ২০২৩ , ২:১২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইলেকট্রনিক গণমাধ্যম বেতার ও টেলিভিশন জগতের অন্যতম সংবাদ উপস্থাপক শামীমা নাসরীন মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে চির অনন্তের পথে যাত্রা করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
১৯৭০ থেকে ১৯৯০ দশক পর্যন্ত বেতার ও টেলিভিশনের সুপরিচিত কণ্ঠ ও মুখ ছিলেন শামীমা নাসরীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। শামীমা নাসরিন একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট লেখক ও সাবেক সচিব আবদুশ শাকুরের মেয়ে। শামীমা নাসরিনের জানাজা ও দাফনসহ অন্যান্য অনুষ্ঠানিকতা পরে জানানো হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্র। তিনি দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার চাচাতো বোন।