আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বিশ্বকাপের মূল দলে রুবেল

বিশ্বকাপের মূল দলে রুবেল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১০, ২০২১ , ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তারকা পেসার রুবেল হোসেনকে। শনিবার রাতে এমনটি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। সেই স্কোয়াডে রুবেল ছিলেন স্ট্যান্ডবাই ক্রিকেটারের ভূমিকায়। বিশ্বকাপ শুরুর ঠিক আগে তাকে মূল দলে রাখা হয়। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিসিবির জাতীয় দল নির্বাচন প্যানেল শনিবার রুবেল হোসেনের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে। রুবেল স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে দলের সাথে ওমান যাত্রা করেছিলেন এবং এখন স্কোয়াডের সদস্য হিসেবে বিবেচিত হবেন। রুবেল বাংলাদেশের হয়ে ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন।