আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বিশ্বকাপ থেকে বিদায়ে কোহলিদের ‘হৃদয়ে হতাশা’

বিশ্বকাপ থেকে বিদায়ে কোহলিদের ‘হৃদয়ে হতাশা’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১১, ২০২২ , ৫:০১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু। কেবল দক্ষিণ আফ্রিকার কাছে হারা ভারত নেদারল্যান্ডস, বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতে ফেভারিট হিসেবে উঠেছিল সেমিফাইনালে। দলের ব্যাটসম্যান-বোলাররা ছিলেন ফর্মের তুঙ্গে। বিশেষ করে বিরাট কোহলির ফর্মে জোয়ার থাকায় ট্রফি খরা কাটানোর স্বপ্ন দেখছিল ভারত। ফাইনালে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের অদম্য বাসনা এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিলো ইংল্যান্ড।

বৃহস্পতিবার অ্যাডিলেডে সেমিফাইনালে ১০ উইকেটে ভারতকে হারিয়ে সম্ভাব্য ‘পার্টি’ নষ্ট করে দেয় ইংল্যান্ড। এমন অসহায় আত্মসমর্পণ হজম করতে বেশ কষ্ট হচ্ছে দলের খেলোয়াড়দের। এই ম্যাচে চলতি বিশ্বকাপের চতুর্থ হাফ সেঞ্চুরি করা কোহলি বললেন, অনেক হতাশা নিয়ে দেশে ফিরছেন খেলোয়াড়রা। তবে এই টুর্নামেন্ট থেকে কিছু ইতিবাচক দিক সঙ্গে নিয়ে শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াতে পারে আশা তার। কোহলি টুইট করেছেন, ‘আমাদের স্বপ্ন পূরণ না করে এবং হৃদয়ে একরাশ হতাশা নিয়ে অস্ট্রেলিয়ান উপকূল ছাড়ছি। কিন্তু আমরা দল হিসেবে অনেক স্মরণীয় মুহূর্ত নিয়ে ফিরতে পারি এবং এখান থেকে আরও ভালো কিছু করার লক্ষ্য ঠিক করতে পারি।’ ভারতীয় ওপেনার লোকেশ রাহুল এই টুর্নামেন্টে ব্যাট হাতে ধুঁকছিলেন। দলের বিদায়ে তারও হৃদয় ভেঙে গেছে, সেটাই প্রকাশ পেলো টুইটারে তার ‘হার্টব্রেকিং’ ইমোজিতে।

কোহলির পর এই বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবও হৃদয়ে আঘাত পেয়েছেন। তিনি টুইট করেছেন, ‘বেদনাদায়ক হার। আমাদের ভক্তদের প্রতি চিরজীবন কৃতজ্ঞ, যারা দারুণ আবহ তৈরি করে, যেখানেই খেলি না কেন। একে অন্যের প্রতি হৃদয় নিংড়ানো সমর্থনের জন্য কৃতজ্ঞ, এই দল ও সাপোর্ট স্টাফদের কঠোর পরিশ্রমের জন্য গর্বিত। আমার দেশের জন্য খেলতে পেরে গর্বিত। আমরা শক্তিশালী হয়ে ফিরবো।’