বিশ্ববাজারে তেলের দাম সামান্য বাড়লো
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৮, ২০২২ , ২:৩৪ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
দিনের শেষে ডেস্ক : আন্তর্জাতিক বাজারে সামান্য পরিমাণে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। জানা গেছে, বৃহস্পতিবার (১৮ আগস্ট) ১ দশমিক ৫০ শতাংশ দাম বেড়েছে অপরিশোধিত তেলের। তবে বুধবার (১৭ আগস্ট) ছয় মাসের মধ্যে সর্বনিম্ন দাম ছিল আন্তর্জাতিক বাজারে। গত জানুয়ারির পর থেকে সর্বনিম্ন পর্যায়ে দাম পৌঁছায় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই)। ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ১ দশমিক ৩১ ডলার অথবা ১ দশমিক ৪২ শতাংশ ডলার বেড়েছে। সে হিসাবে দাম বেড়ে হয়েছে ৯৩ দশমিক ৬৫ ডলার ব্যারেলপ্রতি। এর একদিন আগে যুক্তরাষ্ট্রে বেঞ্জমার্ক তেলের দাম ছিল ৯১ দশমিক ৫১ ডলার, যা গত ফেব্রুয়ারির পর থেকে সর্বনিম্ন।
রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার পর ধীরে ধীরে তেলের উৎপাদন বাড়াতে শুরু করে এবং এশিয়ার ক্রেতারা তেল কেনা বাড়িয়েছে দেশটি থেকে। যার ফলে মস্কো ২০২৫ সালের শেষ পর্যন্ত মুনাফা করবে, বলছেন বিশ্লেষকরা। এ বছর জ্বালানি রপ্তানি থেকে রাশিয়ার আয় ৩৮ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স