আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল ভারত

বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল ভারত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৬, ২০২৩ , ৫:৩৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ইতিহাস গড়লেন ভারতীয় মেয়েরা। ইংল্যান্ডকে বিশ্বরেকর্ড গড়ে হারালেন হরমনপ্রীত কৌরেরা। ভারত জিতল ৩৪৭ রানে। এতে ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল তারা।  শনিবার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে ইংল্যান্ডের মেয়েদের বিপক্ষে একমাত্র টেস্ট আড়াই দিনে জিতে এ রেকর্ড গড়েন ভারতীয় মেয়েরা। ২৫ বছর আগে শ্রীলঙ্কা জিতেছিল ৩০৯ রানে। মেয়েদের ক্রিকেটে সেটাই এতদিন ছিল টেস্টে সব থেকে বড় জয়। পাকিস্তানকে হারিয়ে ছিল শ্রীলঙ্কা। শনিবার ভারত জিতল ৩৪৭ রানে। এটাই এখন মেয়েদের ক্রিকেটে রানের ব্যবধানে সব থেকে বড় টেস্ট জয়। তৃতীয় দিন সকালের সেশনে ইংল্যান্ডকে ১৪১ রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দিয়ে জিতে যায় ভারত। টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৪২৮ রান করেছিল তারা।
তারপর প্রথম ইনিংসে ১৩৬ রানে ইংল্যান্ডকে অলআউট করে ভারত। দীপ্তি নেন ৫ উইকেট। তারপর স্বাগতিকরা ৬ উইকেটে ১৮৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ৪৭৯ রানের চ্যালেঞ্জিং টার্গেটে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় দেড়শর আগেই। এই ইনিংসে দীপ্তি নেন ৪ উইকেট। ম্যাচে মোট ৯ উইকেট নেন। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দুই ইনিংসে মোট ৮৭ রান করেন। প্রথম ইনিংসে করেন ৬৭ রান।