আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বিশ্বে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ১১ শতাংশ, বলছে হু

বিশ্বে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ১১ শতাংশ, বলছে হু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২১ , ৪:২৯ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ‘উচ্চ ঝুঁকি’র সামনে বিশ্বকে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বুধবার হু বলেছে, বিশ্বে ওমিক্রনের জেরে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১১ শতাংশ। কাতারের দোহাভিত্তিক আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের মহামারি সংক্রান্ত সাপ্তাহিক আপডেটে জানায়, অনেক দেশে ভাইরাসের দ্রুত সংক্রমণ বৃদ্ধির পেছনে রয়েছে এ ওমিক্রন। কোনো কোনো দেশে সংক্রমণের দিক থেকে এটা ডেল্টাকেও ছাড়িয়ে গেছে।

হু বলছে, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে ওমিক্রন এখন সবচেয়ে প্রভাববিস্তারকারী ধরন হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংস্থাটি বলছে, ‘তথ্যপ্রমাণে এটা জানা গেছে যে, ডেল্টার চেয়ে ওমিক্রন ধরন দুই থেকে তিনদিনে প্রায় দ্বিগুণ গতিতে ছড়ায়; অনেক দেশে শনাক্তের হার দ্রুতই বাড়ছে।’ এমন এক সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানালো যখন ইউরোপজুড়ে তাণ্ডব শুরু করেছে করোনা। ইতোমধ্যে শনাক্তের নতুন রেকর্ড দেখা গেছে ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, গ্রিস ও পর্তুগালে।

ফ্রান্সে মঙ্গলবার ১ লাখ ৮০ হাজার জনের করোনা শনাক্ত হয়, যা ছিল নতুন রেকর্ড। গত মাসে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। ওই মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা আনুষ্ঠানিকভাবে ওমিক্রন শনাক্তের কথা ঘোষণা করে।

এরপরই ভাইরাস বিশেষজ্ঞরা ওমিক্রন নিয়ে উঠেপড়ে লাগেন। তারা দেখতে পান, করোনার এ ধরন এর আদি ধরনগুলো থেকে বেশ আলাদা। তারা দেখেন, ওমিক্রনের মিউটেশন ক্ষমতা (আচরণ পরিবর্তন) অনেক বেশি; এটি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম। তবে তারা বলেন যে, ধরনটি অতিসংক্রামক হলেও ডেল্টার চেয়ে কম প্রাণঘাতি। এক মাসের মধ্যেই বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে ওমিক্রন। সেইসঙ্গে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে প্রধান ধরন হিসেবে আত্মপ্রকাশের হুমকি প্রদর্শন করছে।