আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩৫ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩৫ লাখ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০২১ , ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাবিশ্বে এই ভাইরাসে মোট প্রাণহানি ৩৫ লাখ ছাড়াল।
ব্রাজিলেই ২৪শ’ মানুষের মৃত্যুতে লাতিন দেশটির মোট প্রাণহানি ছাড়াল ৪ লাখ ৫৪ হাজার। হঠাৎই দেশটিতে বেড়েছে করোনার বিস্তার। বুধবারও ৮০ হাজারের মতো মানুষের দেহে মিলল ভাইরাসটির অস্তিত্ব। যুক্তরাষ্ট্রও এদিন করোনাভাইরাসের প্রকোপে ৬শ’র কাছাকাছি মানুষের মৃত্যু দেখল। সংক্রমণ শনাক্ত হয়েছে ২৩ হাজারের ওপর।
আরও দুই লাতিন দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়ায় সাড়ে ৫শ’ মানুষের মৃত্যু লিপিবদ্ধ হল বুধবার। রাশিয়ায় বুধবারও ৪ শতাধিক মানুষ মারা গেলেন করোনায়। এদিন পৌনে ৬ লাখ নতুন সংক্রমণ শনাক্ত হল বিশ্বে। মোট সংক্রমিত ১৭ কোটির কাছাকাছি।