বিশ্ব চলচ্চিত্রের রত্ন, যিনি প্রজন্মের পর প্রজন্ম শিল্পীদের অনুপ্রাণিত করবে’
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২০ , ৩:১৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে প্রতিবেদক : বুধবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ও শক্তিশালী অভিনেতা ইরফান খান। তার মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। তার এত তাড়াতাড়ি চলে যাওয়া মানতে পারছেন না কেউই। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ২০১৭ সালে ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছিলেন ইরফান খান। এটি ছিল ইরফান খানের ১০ম আন্তর্জাতিক চলচ্চিত্র। সিনেমাতে নুসরাত ইমরোজ তিশার বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেন ইরফান। সেই সূত্রে ইরফান ও তিশার মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। নিজের নায়কের এমন মৃত্যু প্রসঙ্গে তিশা এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ইরফান খান এমন একজন শিল্পী ছিলেন যিনি কিনা পৃথিবীর অত্যন্ত গৃহীত স্থানে থাকতে পারতেন। তিনি বিশ্ব চলচ্চিত্রের এমন এক রত্ন ছিলেন, যে কিনা প্রজন্মের পর প্রজন্ম শিল্পীদের অনুপ্রাণিত করবে। তিনি এমন এক অভিনেতা যে কিনা মানুষের বিভিন্ন অবস্থা দেখাতে পারতো। ইরফান খান আপনি শান্তিতে বিশ্রাম নিন। আপনার উত্তরাধিকাররা আপনার শিল্পকে এগিয়ে নিয়ে যাবে। মৃত্যুর আগে শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ার কারণে মঙ্গলবার (২৮ এপ্রিল) মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো ইরফান খানকে। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। এছাড়া ২০১৮ সালের মে মাসে নিওরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হন ইরফান খান। পরে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বলিউডের এই অভিনেতা।