আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টাইনদের অন্যরকম ১০০

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টাইনদের অন্যরকম ১০০


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০২৩ , ৩:২৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ফুটবলপ্রেমীদের আগ্রহের কথা চিন্তা করে পরিসংখ্যানবিদদের চিন্তা-ধারার প্রসারতাও যে অনেক বেড়ে গেছে, তারই প্রমাণ মিলল অন্য রকম এক পরিসংখ্যানে। এমন পরিসংখ্যানও যে রাখা যায় বা রাখা উচিত, এমনটা হয়তো এতদিন কারো কল্পনাতেও ছিল না। সে যাই হোক, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের বিশ্বজয়ী ফুটবলাররা বিশ্বকাপের পর কে কয়টা গোল করছেন, সেই পরিসংখ্যানও রাখা হচ্ছে। তাতে জানা গেল, বিশ্বকাপের পর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলাররা ১০০ গোলের মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন। ঘটনা সত্যিই। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলাররা কাতার বিশ্বকাপের পর থেকে গত পরশু পর্যন্ত ক্লাব ও জাতীয় দলের হয়ে ১০০টি গোল করেছেন। পরশু ইউরোপা লিগের ফাইনালে এই ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন পাওলো দিবালা। সেভিয়া ও এএস রোমার মধ্যকার ফাইনালটি নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলাও ১-১ গোলে ড্র থাকে। পরে টাইব্রেকারে রোমাকে হারিয়ে সপ্তম বারের মতো শিরোপা জিতে নিয়েছে সেভিয়া। ম্যাচে রোমার হয়ে একমাত্র গোলটা করেছেন দিবালা। তার সেই গোলটি ছিল কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারদের ১০০তম গোল। এই পরিসংখ্যান রাখার শুরুটা হয় গত ৩১ ডিসেম্বর থেকে। সেদিনই স্পেনের লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ভিয়ারিয়ালের হয়ে একটা গোল করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার হুয়ান মার্কো ফয়েথ। বিশ্বকাপের পর সেটাই ছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারদের প্রথম গোল। মানে পরিসংখ্যানের শুরুটা একজন ডিফেন্ডারের গোল দিয়ে। তবে পরবর্তী সময়ে ঠিকই গোল করায় প্রাধান্যতা দেখিয়েছেন ফরোয়ার্ডরা। সেই থেকে এ পর্যন্ত জাতীয় দল ও ক্লাব মিলিয়ে সর্বোচ্চ ২০টি গোল করেছেন ইন্টার মিলান তারকা লাওতারো মার্টিনেজ। যিনি আসন্ন এশিয়া সফরের আর্জেন্টিনা দল থেকে বাদ পড়েছেন। এশিয়া সফরের দলে নেই ১০০তম গোল করা দিবালাও। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ গোল করেছেন লিওনেল মেসি, যার ৯টি ক্লাব পিএসজির হয়ে, ৪টি দেশের জার্সিতে। তৃতীয় সর্বোচ্চ ১০টি করে গোল করেছেন দিবালা ও জুলিয়ান আলভারেজ। আনহেল ডি মারিয়া করেছেন ৮ গোল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ৭টি, থিয়াগো আলমাদা ৭টি, এজেকুয়েল প্যালাসিওস ৪টি, আনহেল কোরেয়া ৪টি, নাহুয়েল মলিনা ৪টি, মার্কোস অ্যাকুনা ৩টি, এনজো ফার্নান্দেজ ২টি ও হুয়ান পয়েথ, গঞ্জালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্দি, পাপু গোমেজ, গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো দি পল ১টি করে গোল করেছেন।
সব মিলে বিশ্বকাপের পর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের ২০ জন সদস্য গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। মানে আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ দলের ৬ জন বিশ্বকাপের পর এখনো পর্যন্ত গোল করতে পারেননি। তার তিন জন হলেন বিশ্বকাপ দলের তিন গোলরক্ষক। তারা হলেন নিকোলাস ত্যাগলিয়াফিকো, ক্রিস্টিয়ান রোমেরো ও জার্মেইন পেজলা।