আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের শ্রেষ্ঠত্ব ধরে রাখার আশা

বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের শ্রেষ্ঠত্ব ধরে রাখার আশা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২১, ২০২১ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আগামী ২৩ ডিসেম্বর দুবাইতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ যুব দল মঙ্গলবার দেশ ছাড়বে। এশিয়া কাপ খেলেই আবার রাকিবুল হাসানরা যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মিশনে। ১৫ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে যুব বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও বড় স্বপ্ন নিয়ে দেশ ছাড়ছে। দেশ ছাড়ার আগে আজ (সোমবার) অফিসিয়াল ফটোসেশন হয়েছে যুব দলের। ফটোসেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক রাকিবুল। সেখানেই নিজেদের স্বপ্নের কথা জানিয়ে গেছেন এই তরুণ। ২০২০ সালে ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ওই দলের সদস্য রাকিবুলের কাঁধে এবার অধিনায়কের দায়িত্ব। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘করোনার কারণে হয়তো আমরা যথাযথ প্রস্তুতি নিতে পারিনি। তারপরও আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালোই। খেলোয়াড় হিসেবে আমি (আগের প্রতিযোগিতায়) নতুন ছিলাম, এবার পুরনো। গতবার যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটাই দলের ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করার চেষ্টা করেছি। আশা করি, সবার প্রত্যাশা পূরণ করতে পারবো।’ এশিয়া কাপের মতো বিশ্বকাপেও গ্রুপ পর্বে তেমন একটা কঠিন পরীক্ষা দিতে হবে না বাংলাদেশের যুবাদের। ২৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের গ্রুপ পর্বে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেপাল ও কুয়েত। অন্যদিকে বিশ্বকাপের গ্রুপে রাকিবুলদের সঙ্গী কানাডা, ইংল্যান্ড ও আরব আমিরাত।

এশিয়া কাপকে মূলত বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই অবস্থায় বিশ্বকাপের প্রস্তুতিতে ঘাটতি থাকবে কিনা এমন প্রশ্নে রাকিবুল বলেছেন, ‘বড় মঞ্চে কোনও দলই ছোট না। সব দলকেই সম্মান জানাই। আমাদের সেরা ক্রিকেট খেলতে হলে ছোট-বড় সব দলকেই হারাতে হবে। আমরা আমাদের সেরা প্রস্তুতি নিয়েই ভালো কিছু করার চেষ্টা করবো। আমাদের ভালো প্রস্তুতিই হয়েছে এবং এশিয়া কাপের আগে যে ক্যাম্পটা করলাম সেটাও ভালো হয়েছে।’ জাতীয় দলের মতো যুব দলেও লেগ স্পিনারের ঘাটতি রয়ে গেছে। রাকিবুলের কণ্ঠেও ঝরলো সেই আক্ষেপ, ‘(লেগ স্পিনার) থাকলে তো অবশ্যই ভালো হতো। কিন্তু আমাদের যে দলটা আছে এটা নিয়েই আমরা আত্মবিশ্বাসী। আমাদের যে স্পিনাররা আছে, দলে তাদের নিয়েই ফোকাস করছি। কীভাবে ভালো পারফরম্যান্স করা যায় সেদিকেই নজর দিচ্ছি।’ এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চে ভারতই কি বাংলাদেশের জন্য ভয়ের জায়গা? বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘এটা আসলেই ভালো লাগে ভারতের মতো দলকে গত সিরিজে তাদের মাটিতে গিয়ে হারিয়ে এসেছি। আমাদের আত্মবিশ্বাস ছিল, ভালো প্রস্তুতি নিয়ে সেখানে গিয়েছি। আর বিশ্বকাপে শুধু ভারত নয়, অন্যান্য আরও ভালো দল আছে। আমরা চেষ্টা করবো আমাদের সেরা খেলাটা খেলে ভালো পারফর্ম করার।’