বিশ্ব পরিবেশ দিবসে সাতক্ষীরায় র্যালি
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১১:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
সাতক্ষীরা: সাতক্ষীরায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
রোববার (০৫ জুন) সকালে এ উপলক্ষে সাতক্ষীরা স্টেডিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাইনুল হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদী।
বক্তারা বলেন, মনুষ্য সৃষ্ট নানা কারণে পরিবেশ আজ বিপর্যস্ত। পদে পদে দূষণ। দূষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
এদিকে, পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে পরিস্কার করা হচ্ছে সাতক্ষীরা শহরের মধ্যদিয়ে প্রবাহিত প্রাণ সায়র খাল। আগামী ১০ জুন পর্যন্ত চলবে খাল পরিস্কারের এই কর্মযজ্ঞ।