আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্টেট ইউনির্ভাসিটিতে সেমিনার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্টেট ইউনির্ভাসিটিতে সেমিনার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৭:৪৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


6কাগজ অনলাইন প্রতিবেদক: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘এনভাইরনমেন্টাল ল অ্যান্ড ইনফোরসমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর ডিপার্টমেন্ট অব এনভাইরনমেন্ট সাইন্স।

রবিবার বেলা ১১টা রাজধানীর ধানমন্ডিস্থ এসইউবি’র নিজস্ব ক্যাম্পাসে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন এসইউবি’র উপাচার্য প্রফেসর ড. ইফতেখার গণি চৌধুরী। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডিপার্টমেন্ট অব এনভাইরনমেন্ট সাইন্সের সাবেক পরিচালক মো. মুনির চৌধুরী, আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভাইরনমেন্ট ডিপার্টমেন্টের প্রফেসর এ এম শফিকুল আলম, প্রফেসর ড. শেখ তৌহিদুল ইসলাম। খান ফেরদৌস রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এইইউবি’র স্কুল অব সাইন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর স্থপতি শামসুল ওয়ারেস, সভাপতিত্ব করেন ড. আরিম এইচ খান।

সেমিনারে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর এ ওয়াই এম ইকরাম-উদ-দৌলাহ্, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সমন্বয়ক অ্যাসিস্টেন্ট প্রফেসর সজীব সরকার, আর্কিটেকচার ডিপার্টমেন্টের হেড অ্যাসিস্টেন্ট প্রফেসর সাজ্জাদুর রশিদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।