Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিশ্ব স্বাস্থ্যসংস্থার জন্য ম্যাডোনার তহবিল সংগ্রহ : মিলল ১৩ কোটি ডলার

বিশ্ব স্বাস্থ্যসংস্থার জন্য ম্যাডোনার তহবিল সংগ্রহ : মিলল ১৩ কোটি ডলার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২০ , ৭:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনেরে শেষে ডেস্ক : শনিবার দিবাগত রাত ১২ টায় শুরু হয়  অনলাইন কনসার্ট ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’। করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্যসংস্থার জন্য তহবিল সংগ্রহ করতে এ কনসার্টের উদ্যোগ নিয়েছেন পপ গায়িকা ম্যাডোনা। পপ সুপারস্টার লেডি গাগা এ কনসার্টের সমন্বয় করেছেন। ঘরে বসেই একঝাঁক তারকার অংশগ্রহণে অনুষ্ঠিত বিশেষ এই কনসার্ট থেকে প্রায় ১৩ কোটি ডলারের তহবিল জোগাড় হয়েছে। ‘দ্য ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ শিরোনামের আট ঘণ্টার এই ভার্চুয়াল কনসার্ট শেষে আয়োজক গ্লোবাল সিটিজেন মুভমেন্টের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে জানানো হয় ঐতিহাসিক এই বৈশ্বিক সম্প্রচারের পর কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় মোট ১২ হাজার ৭৯ কোটি ডলারের প্রতিশ্রুতি এসেছে। এই অর্থের মধ্যে পাঁচ কোটি ৫১ লাখ ডলার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোভিড সলিডারিটি রেসপন্স ফান্ডে দেওয়া হবে। বাকি সাত কোটি  ২৮ লাখ ডলার মহামারী প্রতিরোধ যুদ্ধে স্থানীয় ও আঞ্চলিক স্বাস্থকর্মীদের সহায়তায় ব্যয় হবে। দুই পর্বে বিভক্ত কনসার্টটি সারা বিশ্বের দর্শকরা উপভোগ করেন। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত লাইভ স্ট্রিমিং চলে । এরপর দুই ঘণ্টা টেলিভিশনে সম্প্রচার করা হয়। রোলিং স্টোনসের সব সদস্য ও বিলি আইলিশসহ শতাধিক শিল্পী নিজেদের ঘর থেকে সংগীত পরিবেশন করেন। করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলার লড়াইয়ে থাকা নার্স ও ডাক্তারদের বাস্তব জীবনের গল্পও তুলে ধরা হয় ওই অনুষ্ঠানে। মার্কিন টিভি ব্যক্তিত্ব স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল ও জিমি ফ্যালোনের সঞ্চালনায় অনুষ্ঠেয় এই কনসার্টে অন্যদের মধ্যে এলটন জন, টাইলর সুইফ্ট ও ওপরা উইনফ্রি সংগীত পরিবেশন করেন। রোলিং স্টোনস ব্যান্ডের চার সদস্যের সবাই- মিক জ্যাগার, কিথ রিচার্ডস, চার্লি ওয়াটস ও রনি উড এতে অংশ নেন। যুক্তরাজ্যে স্থানীয় সময় রোববার সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত ( বাংলাদেশ সময় সোমবার রাত সোয়া ১টা থেকে সোয়া ৩টা) বিবিসি ওয়ান কনসার্টের চুম্বক অংশ তুলে ধরা হবে বলেও জানানো হয় বিবৃতিতে।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130