আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই পেলেন যারা

বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই পেলেন যারা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২৪ , ১০:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন ও শরীফুল ইসলাম—এই পাঁচজন আছেন তিন সংস্করণের চুক্তিতেই। গতবার তিন সংস্করণেই চুক্তিতে থাকা তাসকিন আহমেদকে এবার টেস্টে রাখা হয়নি। তবে এই পেসার আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে। গতবার তিন সংস্করণেই ছিলেন সাকিব, লিটন, মিরাজ ও তাসকিন এই চারজন। এবার তিন সংস্করণে প্রথমবার জায়গা পেয়েছেন নতুন অধিনায়ক নাজমুল হোসেন ও পেসার শরীফুল। গতবারের ২১ জনের মধ্যে এবারের চুক্তিতে নেই চারজন। যাদের মধ্যে সবচেয়ে বড় নাম সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তামিম অবশ্য নিজেই অনুরোধ করেছিলেন তাকে চুক্তিতে না রাখতে। নেই চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়া পেসার ইবাদত হোসেন। বাদ পড়েছেন আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেনও। এবার প্রথমবারের মতো চুক্তিভুক্ত হয়েছেন তাওহিদ হৃদয় ও তানজিম হাসান। ২০২৩ সালের পারফরম্যান্স দিয়েই কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন দুজন। হৃদয় ওয়ানডে ও টি-টোয়েন্টি, এই দুই সংস্করণে সুযোগ পেয়েছেন। তানজিম শুধু ওয়ানডের চুক্তিতে। এক বছর বিরতির পর আবারও চুক্তিভুক্ত হয়েছেন টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসান। ২০২০ সালের পর আবার চুক্তি ঢুকেছেন অফ স্পিনার নাঈম হাসান। দুজনই শুধু টেস্টের চুক্তি পেয়েছেন। গতবার টেস্ট ও টি-টোয়েন্টি চুক্তিতে থাকা নুরুল হাসান এবার শুধু টি-টোয়েন্টির চুক্তিতে আছেন।