আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বিসিসি নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ৬ মেয়র প্রার্থীর

বিসিসি নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ৬ মেয়র প্রার্থীর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৫, ২০২৩ , ৬:১৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বরিশাল অফিস : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপরই শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। তবে এবারের নির্বাচন সবগুলো কেন্দ্রেই ইভিএম-এ অনুষ্ঠিত হওয়ায় সুষ্ঠু ভোট গ্রহণ ও ফলাফল নিয়ে শংকা প্রকাশ করেছেন ছয় মেয়র প্রার্থী। পাশাপাশি নির্বাচনে কারচুপি হলে বরিশাল থেকেই সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। এছাড়া শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিন মেয়র প্রার্থী। তবে ইভিএম-এ শতভাগ আস্থার কথা জানিয়ে আওয়ামীলীগ দাবী করছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু-সুন্দর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে মনে করেন তারা। এদিকে ইভিএম নিয়ে সাধারণ ভোটার ও প্রার্থীদের মধ্যে যে শংকা তৈরী হয়েছে তা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। অপরদিকে বুধবার পর্যন্ত প্রার্থিতা বাতিল হওয়ার মধ্য থেকে মেয়র প্রার্থী সাংবাদিক আসাদুজ্জামান সহ ৬জনের প্রার্থিতা আপিলে বৈধতা পেয়েছে। সূত্রমতে, আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। যতই নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে ততোই প্রার্থী ও ভোটারদের মাঝে বাড়ছে উৎকণ্ঠা। এরই মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সূত্রমতে, ১২৬টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৮৮টি কেন্দ্র বলে চিহ্নিত করা হয়েছে। তাই ভোটারদের মাঝেও বিরাজ করছে আতঙ্ক। তারা বলছেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন। নয়তো ভোটাধিকার প্রয়োগ করবেন না তারা। জানাগেছে, ২০১৮ সালের নির্বাচনে বাসদ নেত্রী ডা. মণীষা চক্রবর্তী ক্ষমতাসীন দলের জাল ভোট দেওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীণ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইভিএমের মাধ্যমে এবার সুক্ষ চুরি করবে তারা। তাই নির্বাচনে এবার তিনি অংশগ্রহণ করেননি। ১২ জুনের নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য শক্ত প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির মনোনীয়ত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীণ সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে আমরা শঙ্কিত। তারপরেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করে সরকার ও নির্বাচন কমিশনের পরীক্ষা নিচ্ছি। তারা মূলত কি চায় সেটা দেশের জনগণ জানতে পারবে। এছাড়া সুষ্ঠু ভোট না হলে বরিশাল থেকেই সরকার পতনের আন্দোলনে যাবেন বলেও জানান এ মেয়র প্রার্থী। বরিশাল সিটি নির্বাচনে ইভিএম বাতিল এবং ম্যাজি%E