আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বিয়ের ধুম পড়ে গেছে ক্রিকেটারদের

বিয়ের ধুম পড়ে গেছে ক্রিকেটারদের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২০ , ২:৫০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : ঈদের আগে যে ১৩জন ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন, মেহেদী হাসান তাদের একজন। করোনা-ধাক্কা সামলে মেহেদী শুধু অনুশীলনই শুরু করেননি, জীবনের নতুন ইনিংসও শুরু করেছেন তিনি। কাল সন্ধ্যায় খুলনায় পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন ২৫ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার।

বাংলাদেশের হয়ে ৪ টি-টোয়েন্টি খেলা মেহেদী বিয়ে করেছেন খুলনারই মেয়ে ঋতুকে। কাল সন্ধ্যায় মুঠোফোনে মেহেদী দোয়া চাইলেন সবার কাছে, ‘পারিবারিকভাবে কোনোভাবে আনুষ্ঠানিকতা সারা, করোনাপরিস্থিতি ঠিক হলে অনুষ্ঠান করব। আমাদের জন্য দোয়া করবেন। ওর এবার মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। করোনার কারণে সেটা পিছিয়ে গেছে।’

করোনায় মেহেদীর স্ত্রীর পরীক্ষা পিছিয়ে গেলেও গাঁটছড়া বাঁধার প্রক্রিয়াটা অবশ্য বাধাগ্রস্ত হয়নি। শুধু মেহেদীই নন, এ করোনাদিনে বিয়ের ধুমই পড়েছে দেশের ক্রিকেটাঙ্গনে। গত ১৫ দিনের মধ্যে বিয়ে করেছেন বাংলাদেশ দলের আরও তিন ক্রিকেটার। ময়মনসিংহে বিয়ে করেছেন মোসাদ্দেক হোসেন, রাজশাহীতে নাজমুল হোসেন শান্ত, দুদিন আগে ঢাকায় নাশা ওয়াহেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সাদমান ইসলাম । সাদমানের স্ত্রী নাশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের স্নাতক শেষ সেমিস্টারে অধ্যয়নরত।

রসিকতা করে কাল মেহেদী বলছিলেন, ‘বয়সভিত্তিক ক্রিকেটে আমরা যারা এক সঙ্গে খেলেছি তাদের মধ্যে তিন-চারজন কাছাকাছি সময়ে বিয়ে করলাম।’ করোনার কারণে সবাই অবশ্য বিয়ে করেছেন ছোট আয়োজনে। পরিস্থিতির উন্নতি হলে পরে বড় আয়োজনে অনুষ্ঠান করার ইচ্ছে তাদের।