আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বিয়ের পিঁড়িতে ক্রিকেটার সাইফুদ্দিন

বিয়ের পিঁড়িতে ক্রিকেটার সাইফুদ্দিন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩, ২০২৩ , ১২:১৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


ফেনী প্রতিনিধি : বিয়ের পিঁড়িতে বসেছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। পাত্রী কাজী ফাতেমা তুজ জারার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি। বৃহস্পতিবার ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
২৫ বছর বয়সী সাইফুদ্দিন জানান, পরিবারের পছন্দের পাত্রী কাজী ফাতেমা তুজ জারার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। তাঁর স্ত্রী ফাতেমা তুজ জারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্সে ভর্তির জন্য আবেদন করেছেন।
বিয়েতে উভয়ের পরিবারের স্বজন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সন্ধ্যায় ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে তাঁদের গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন সাইফ-জারা দম্পতি। সদ্য বিপিএল শেষ করা ক্রিকেটার সাইফ ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের প্রয়াত পুলিশ সদস্য মোহাম্মদ আব্দুল খালেকের ছেলে। জানা যায়, ২০২১ সালের জুনে জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন সাইফুদ্দিন। ইনজুরির কারণে তিনি দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে আছেন। তবে মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন সাইফ। পূর্ণ ফিট না থাকায় বিশ্বকাপ দলে রাখা হয়নি তাকে। এদিকে ঘরের মাঠে চলমান ইংল্যান্ড সিরিজেও দলে নেই সাইফুদ্দিন। এ সিরিজ শেষ হওয়ার পরদিনই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তাই এই অবসরে বিয়ের কাজটা সেরে নিয়েছেন ডানহাতি এই পেসার।