বীচ হ্যাচারির উৎপাদন প্রক্রিয়া শুরু
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৮, ২০২১ , ১:৪১ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
দিনের শেষে প্রতিবেদক : বীচ হ্যাচারি লিমিটেড সোমবার (২৮ জুন) থেকে উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে সোমবার (২৮ জুন) এ তথ্য জানা যায়। ডিএসইর ওয়েবসাইট থেকে নেয়া তথ্যচিত্র
সূত্র মতে, কোম্পানিটি হোয়াইট ফিস (তেলাপিয়া, কই, পাঙ্গাস এবং পাবদা) চাষ শুরু করেছে। প্রাথমিকভাবে বছরে কোম্পানিটির ১০৫ টন উৎপাদন হবে। কোম্পানিটি মাছের জন্য ১৫ নং কংক্রিট ট্যাংক ব্যাবহার করছে, যেখানে পানি ধারন ক্ষমতা ৫৫ হাজার লিটার।
উৎপাদন প্রক্রিয়া গঠন করা হবে হ্যাচারি ইউনিট, নার্সারি ইউনিট, প্রি-গ্রোআউট, গ্রোআউট, হার্ভেস্টিং এবং বিক্রয় পদ্ধতিতে। কোম্পানিটি উৎপাদন প্রক্রিয়া ক্রমাগতভাবে বাড়াবে জৈবিকভাবে এবং অব্যবহৃত কাঠামো দিয়ে।