আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর সম্মানি ভাতার অর্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ

বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর সম্মানি ভাতার অর্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২১, ২০২৩ , ৩:৩৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী তার মুক্তিযোদ্ধার ভাতার অর্ধেক অংশ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলা সরকারি গণগ্রন্থগারে ভাতার টাকা বিতরণ করা হয়। এতে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার। বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা হামদি ,বীর মুক্তিযোদ্ধা পরিমল সাহা, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক, রাশেদুল ইসলাম রনি, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, আল-মোজাহিদ বাবু প্রমূখ। বীর মুক্তিযোদ্ধা আফসার আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে ২০ হাজারে বর্ধিত করেছেন। তাই আমি ১০ হাজার টাকা প্রতি মাসে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে থাকি। আমি যতদিন বেঁচে আছি ততদিন এই অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে যাব।