আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বীর মুক্তিযোদ্ধা মোঃ বাদশা মিয়ার ৮ম মৃত্যু বার্ষিকী আজ

বীর মুক্তিযোদ্ধা মোঃ বাদশা মিয়ার ৮ম মৃত্যু বার্ষিকী আজ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২৩ , ১১:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে প্রতিবেদক : বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ বাদশা মিয়া ক্রিসেন্ট গেটস্থ পাকশাহী জামে মসজিদ কমিটির সভাপতি, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক বাদশা মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে তার এলাকা খালিশপুর ক্রিসেন্ট বাজারস্থ নিজস্ব বাসভবনে কোরআনখানি ও বাদ এশা দোয়া মাহফিল, নগরীর খালিশপুর ক্রিসেন্ট গেটস্থ পাকশাহী জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ জেলার বড়ফা গ্রামের বাড়ীতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সকাল থেকে কোরআনখানি ও বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকল আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খিদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাদশা মিয়া এশিয়ান টেলিভিশন ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান বাবুল আকতারের বাবা।