আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আবারো বুক চিন চিন করছে

আবারো বুক চিন চিন করছে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২১ , ১১:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : সময়ের আলোচিত মিউজিক নির্মাতা আলভি আল বেরুনী। তিনি এবার নিয়ে আসছে ‘বুক চিন চিন করছে’ সেই কালজয়ী গানটির অফিসিয়াল ভার্সন। অনুপম এর ব্যানারে নির্মিত হওয়া সদ্য শুটিং শেষ হয়েছে এই গানের। সম্প্রতি এফডিসিতে শেষ হয়েছে এ গানের শুটিং। আর এ মিউজিক ভিডিওতে পারফর্মেন্স করেছেন মডেল সুপ্ত এবং শাকিলা পারভীন। মূলত নির্মাতা হাবিব কালজয়ী গানটি দর্শকদের সামনে আবারো নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। শুধু পরিবর্তন করা হয়েছে গানটির অভিনয় শিল্পী, সংগীত ও কণ্ঠ শিল্পীদের। এর আগে এই গানটিতে কন্ঠ দিয়েছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী এন্ড্রু কিশোর এবং ডলি। আর এবার কন্ঠ দিয়েছেন শফিক তুহিন এবং আয়েশা মৌসুমী। দৃশ্যধারণ করেছেন করেছেন হাবিব। প্রয়াত নায়ক মান্না পূূর্ণিমা অভিনীত ‘বাস্তব’ ছবির গান ছিল ‘বুক চিন চিন করছে’। গানটি অনুপম এর ব্যানারে নির্মিত হয়েছিল ফের আবারো অনুপম ব্যানারে নির্মিত হয়েছে একই গানটি। তুমুলজনপ্রিয় কালজয়ী সেই গানটিতে ফের নতুনভাবে দর্শকের সামনে হাজির করাতে যাচ্ছেন তারা।

জানা গেছে, খুব শীঘ্রই মুক্তি পাবে মিউজিক ভিডিওটি। গেল জানুয়ারি মাসে মুক্তি পায় নাট্যনির্মাতা মহিদুল মহিমের ‘শিল্পী’ নাটক। আর এ নাটকটি খুব অল্প সময়ে ভাইরাল। এতো অল্প সময়ে নাটকটি ভাইরাল হওয়ার কারণ ছিল নাটকে ‘বুক চিন চিন’ গানের কাভার অংশ ছিল এবং একই শিল্পী দুই কণ্ঠে গাওয়ায়।