আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বুমরাহকে হারালো টিম ইন্ডিয়া

বুমরাহকে হারালো টিম ইন্ডিয়া


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২২ , ৫:৪২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও ছোট ফরম্যাটে বিশ্বসেরার লড়াই শুরুর আগে বড় দুঃসংবাদ পেলো ভারতীয় দল। দেশটির তারকা পেসার জাসপ্রিত বুমরাহ পিঠের ইনজুরিতে ছিটকে গেছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই বৃহস্পতিবার বিশ্বকাপ থেকে বুমরাহর ছিটকে যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে অনুশীলনের সময় তিনি পিঠে পুরনো ব্যথা অনুভব করেন। এরপর পরীক্ষা করে জানা যায়, তার ইনজুরির মাত্রা এরইমধ্যে গুরুতর পর্যায়ে গেছে। তাকে অন্তত মাঠের বাইরে থাকতে হবে ৪-৬ মাস। ফলে আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে থাকা হচ্ছে না বুমরাহর।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা। বুমরাহর বদলে কাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হবে সেটাই ভাবছে ভারতীয় বোর্ড। ইনজুরির কারণে সবশেষ এশিয়া কাপে না খেললেও সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেন বুমরাহ। কিন্তু ফের চোটে পড়লেন তিনি। যদিও এনিয়ে ভারতীয় বোর্ডের তরফ থেকে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি।