আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় নিহত ৪৭

বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় নিহত ৪৭


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৯, ২০২১ , ১১:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় নেনাসহ অন্তত ৪৭ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছেন বার্তাসংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বুধবার এই হামলার ঘটনায় নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ও সাধারণ মানুষও রয়েছেন। বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় আরবিন্দা শহরের কাছে একটি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩০ জন বেসামরিক মানুষ, ১৪ জন সরকারি সেনা এবং ৩ জন সরকারপন্থি মিলিশিয়া সদস্য রয়েছেন।