আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বৃষ্টির বাগড়ায় বন্ধ খেলা

বৃষ্টির বাগড়ায় বন্ধ খেলা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২৩ , ১:২০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর টিম সেইফার্টের ঝড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় কিউইরা। ম্যাচের ১১ ওভার শেষে বৃষ্টি নামে। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ আছে।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই কিউই শিবিরে আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। দলীয় ৯ রানে ৫ বলে ২ রান করা ফিন অ্যালানকে আউট করেন শরিফুল। অ্যালানের বিদায়ের পর ক্রিজে আসেন ড্যারিল মিচেল। তাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন টিম সেইফার্ট। মারমুখি ব্যাটিং করতে থাকেন সেইফার্ট। তবে দলীয় ৫৮ রানে ২৩ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন সেইফার্ট। তাকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তানজিম হাসান সাকিব।
সেইফার্টের বিদায়ের পর ক্রিজে আসা গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মিচেল। ১১ ওভারে ২ উইকেট ৭২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।