আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বৃষ্টি হলেই বিপাকে শিক্ষার্থীরা

বৃষ্টি হলেই বিপাকে শিক্ষার্থীরা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১২:১৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Rupganj-কাগজ অনলাইন ডেস্ক: সামান্য বৃষ্টি হলেই প্রতিনিয়ত বিপাকে পড়তে হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চনপাড়া গ্রামের হাজারো শিক্ষার্থীদের।
সম্প্রতি সরেজমিন চনপাড়া গ্রামের বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
এ গ্রামে রয়েছে অনেকগুলো স্কুল-কলেজ ও মাদ্রাসা। তার মধ্যে নবকিশলয় উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ অন্যতম। এ বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ হাজারেরও বেশি। এ শিক্ষা প্রতিষ্ঠানটি রূপগঞ্জ থানার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে পরিচিত। তাই আশপাশের অঞ্চল থেকে হাজারো শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করতে আসে। কিন্তু সামান্য বৃষ্টি হলেই এ বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি জলাবদ্ধ হয়ে পড়ে। সে সময় শিক্ষার্থীরা পড়েন হচ্ছে চরম বিপাকে।

স্থানীয় সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর এ অঞ্চলের অনেক উন্নয়ন করলেও পানি নিষ্কাশনের তেমন কেনো ব্যবস্থা করতে পারেননি। আর পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে থাকে। যার কারণে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।