আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বেগমগঞ্জে ৫ সন্ত্রাসী অস্রসহ র‍্যাবের হাতে গ্রেফতার

বেগমগঞ্জে ৫ সন্ত্রাসী অস্রসহ র‍্যাবের হাতে গ্রেফতার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৫, ২০২৪ , ৩:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : বেগমগঞ্জে চাঁদাবাজি- নাশকতা- দুস্যতামূলক কর্মকান্ডর অভিযোগে অস্রসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। উপজেলার ছয়ানী ইউনয়নের কালিকাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে এ সময় ১ টিএলজি, ১ টি পাইপগান, ৭ টি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১। মহিউদ্দিন (৩০) পিতা আবদুল মোতালেব, জিরতলী, ২। মহিন মিয়া (৩০) পিতা ফিউল্লাহ, কালিকােুর, ৩। আনোয়ার হোসেন(২৮) পিতা মোখলেছুর রহমান, বসন্তবাগ, ৪। মারুপ হাসান অপু (২২) পিতা আবদুল মান্নান, সন্দুর কাইত,৫। মামুন(২৫) পিতা মৃত আবুল কালাম কাশিমপুর, সবাই বেগমগঞ্জ উপজেলার স্থায়ী অধিবাসী।
র‍্যাব ১১ এর কোম্পানি কমানডার সহকারী পুলিশ সুপার গোলাম মোরশেদ এক প্রেস বিগ্গপ্তির মাধ্যমে এ সব তথ্য জানান। আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।