আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বেনজেমার জোড়া গোলে জয় রিয়াল মাদ্রিদের

বেনজেমার জোড়া গোলে জয় রিয়াল মাদ্রিদের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৫, ২০২১ , ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার নৈপুণ্যে জয় দিয়ে লা লিগার নতুন আসর শুরু করল স্পেনের সফলতম দল রিয়াল মাদ্রিদ। আলাভেসের মাঠে শনিবার রাতে ৪-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। জোড়া গোল করেন বেনজেমা। দলের হয়ে অন্য দুইটি গোল করেন নাচো ফের্নান্দেস ও ভিনিসিউস জুনিয়র। আক্রমণ-প্রতি আক্রমণে শুরু থেকেই খেলা জমে উঠলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দলের কেউই। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় রিয়াল। এভাসকেসের কাছ থেকে বল পেয়ে চমৎকার ফ্লিকে আজার খুঁজে নেন বেনজেমাকে। গতিময় ভলিতে বাকিটা সারেন তিনি। এ নিয়ে তিনবার কোনো মৌসুমে রিয়ালের প্রথম গোলটি করলেন বেনজেমা।
৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। মদ্রিচের চমৎকার ক্রসে ছুটে গিয়ে শুয়ে পড়ে দারুণ ফিনিশিংয়ে ঠিকানায় বল পাঠান নাচো। চার মিনিট পর ব্যবধান ৩-০ করেন বেনজেমা। ৬৫তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান কমান হোসেলু। লা লিগায় রিয়ালের বিপক্ষে সবশেষ ৭ ম্যাচে এটি হোসেলুর ষষ্ঠ গোল। ম্যাচের শেষ শটে ব্যবধান বাড়ান ভিনিসিউস। রিয়ালের হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামা ডাভিড আলাবার দুর্দান্ত ক্রসে চমৎকার হেডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।