আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বেনাপোলে ১২০টি গরু আটক

বেনাপোলে ১২০টি গরু আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Smugglingবেনাপোল (যশোর): যশোরের বিভিন্ন সীমান্ত পথে সরকারের ভ্যাট ফাকি দিয়ে ভারত থেকে পাচার করে আনা ১২০টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার দাম প্রায় এক কোটি টাকা।

বিগত কয়েকদিনের অভিযানে গরুগুলো আটক করা হয়। বুধবার (১ জুন) গরুগুলো বেনাপোল কাস্টমসের আটক শাখায় হস্তান্তর করার জন্য বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে আনা হয়েছে। পরে এসব গরু কাস্টমসের মাধ্যমে নিলামে তোলা হবে বলে জানা গেছে।

জানা যায়, বৈধভাবে সীমান্ত পথে ভারতীয় গরু বাংলাদেশে আনতে হলে গরু প্রতি সরকারকে ৫০০ টাকা ভ্যাট পরিশোধ করতে হয়। বিভিন্ন সময় যশোরের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ১২০টি গরু আটক করে ২৬ বিজিবি ব্যাটালিয়ন। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা।

যশোর ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বেলা সাড়ে ১১টায় জানান, এসব গরু বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।