বেনাপোলে ২৬ লাখ টাকাসহ হুণ্ডি ব্যবসায়ী আটক
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ৯:৫৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: বেনাপোলে ২৬ লাখ টাকাসহ ইয়ানুর রহমান (২৮) নামে এক হুণ্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
ইয়ানুর রহমান শার্শার রামপুর গ্রামের হাতেম আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২৬ লাখ টাকাসহ ইয়ানুরকে আটক করে।
২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর কোম্পানি ক্যাম্পের সুবেদার গিয়াস উদ্দিন জানান, ইয়ানুরের কাছে থাকা ২৬ লাখ টাকার কোনো বৈধতা দেখাতে না পারায় তাকে আটক করা হয়েছে। ইয়ানুরকে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।